ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

সেনাবাহিনীর সঙ্গে কুকি চিনের বন্দুকযুদ্ধ, নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৬:৪৬, ২৪ নভেম্বর ২০২৪

সেনাবাহিনীর সঙ্গে কুকি চিনের বন্দুকযুদ্ধ, নিহত ৩

বান্দরবানে রুমা উপজেলা

বান্দরবানে রুমা উপজেলার গহীন অরণ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির গোপন আস্তানায় অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেএনএ এর তিনজন সন্ত্রাসী নিহত হয়েছেন।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে (কেএনএ) এর গোপন আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। চলমান এই অভিযানে এখন পর্যন্ত তিন জন কেএনএ এর সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় অভিযানে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার হয়েছে বলে জানানো হয়। 

তবে রুমা উপজেলার কোন স্থানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে তা বিস্তারিত আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। বর্তমানে অভিযান চলমান রয়েছে।

এম হাসান

×