ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ১৬:৪১, ২৪ নভেম্বর ২০২৪

সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ

নড়াইল সদর থানা

নড়াইলে বিল্লাল শেখ নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে নড়াইল সদর থানার গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল শেখ গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। 

সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট এ্যাক্টের একটি মামলায় দুই মাসের সাজাসহ ৭০ হাজার টাকা জরিমানার আদেশ দেন নড়াইলের একটি আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আসামি বিল্লাল শেখের বিরুদ্ধে। শনিবার বিকেলে সদর থানা পুলিশের একটি টহল দল গোবরা বাজার এলাকা থেকে আসামি বিল্লাল শেখকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে করে থানায় নেওয়ার পথে আসামির ছেলে জুয়েল ও ভাইপো শাকিল মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ি বেরিকেড দেয়। এসময় আসামি বিল্লালের দলীয় রাজীব মোল্লার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন পুলিশ সদস্যদের টেনে হিচড়ে হাতকড়া পরিহিত আসামীকে ছিনিয়ে নিয়ে যায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এম হাসান

×