ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের কারখানায় বিস্ফোরণ ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
আজ রোববার (২৪ নভেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা ও কারখানা অন্যান্য শ্রমিকরা জানান, সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ান এ এরোসল তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা অন্তত ১১ শ্রমিক দগ্ধ হন।
সঙ্গে সঙ্গে কারখানা অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। আর দগ্ধদেরকে নিজস্ব বাসে করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। কার কত শতাংশ পুড়ে গেছে তা কিছুক্ষণ পর জানানো যাবে।
শিহাব উদ্দিন