ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

তাজরিন ফ্যাশন অগ্নিকান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলী

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥

প্রকাশিত: ১১:১২, ২৪ নভেম্বর ২০২৪

তাজরিন ফ্যাশন অগ্নিকান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলী

সাভারের আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে অবস্থিত ‘তাজরিন’ ফ্যাশনের অগ্নিকান্ডের বারো বছর পুর্তিতে নিহত শ্রমিকদের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে।

রবিবার সকালে নিহত শ্রমিকদের স্বজন ও আহতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা তাজরিনের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দীর্ঘ ১২ বছরেও এই মামলায় অভিযুক্তদের বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত মামলাটি নিষ্পত্তি করে অভিযুক্তদের সর্বোচ্চ বিচার দাবি করা হয় বিভিন্ন অধিকার সংগঠনের পক্ষ থেকে। সেই সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর নেতা-কর্মীরা তাজরিন ফ্যাশনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেরকে অবিলম্বে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি করেন।
তাজরিন ফ্যাশন ট্রাজেডিতে আহত ফাতেমা খাতুন নামে একজন শ্রমিক বলেন, সেদিন শিপমেন্টের ডেট থাকায় বের হতে দেরি হচ্ছিলো। সন্ধ্যায় আগুন লাগলে ফায়ার এলার্ম বেজে উঠে। পরে সবাই দৌড়াদৌড়ি শুরু করলে সুপারভাইজার বকাবকি করে। তৃতীয় তলায় নেমে দেখি কলাপসিবল গেট বন্ধ। পরে একটা রুমের জানলা ভেঙে ওইখানে আটকা পরা সবাইরে ঠেলা দিয়া নিচে ফেলে দেয়া হয়। নিচে পড়ে আমার হাত পা ভেঙে যায়। শুধু ফাতেমা নয়, এমন বহু শ্রমিক আছেন যারা সেদিন সেই ঘটনায় আহত হয়ে ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন, প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য জীবনের সাথে যুদ্ধ করছেন।
তাজরিন ফ্যাশন অগ্নিকান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী বলেন, নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছি, যাতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হয়। খোঁজ-খবর নিয়ে যৌক্তিক ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, দেশে এখন নতুন সরকার। এখন দেলোয়ারসহ দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার একটা আশা আমরা করতে পারি।
উল্লেখ্য ২০১২ সালের ২৪ নবেম্বর এদেশে পোশাক শিল্পে দুর্ঘটনার একটি কলঙ্ক ও বিভিষিকাময় দিন। তাজরিনে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১শ’ ১৪ জন শ্রমিক মারা যায়। এ ট্রাজেডিকে হৃদয়ে এখনো বয়ে বেড়াতে হচ্ছে অগ্নিকান্ডে হতাহত শ্রমিকদের পরিবারের স্বজনদের।

জাফরান

×