ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

নিজস্ব সাংবাদদাতা, বাঞ্ছারামপুর

প্রকাশিত: ১০:১০, ২৪ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

শিক্ষার্থীসহ বিপি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন কর্মীরা এতে অংশ নেন।

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই, এই বাঞ্ছারামপুর আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার’ —এই স্লোগানকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিপি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন কর্মীরা এতে অংশ নেন। সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে উপজেলার মানিকপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা ও সাধারণ জনগণ।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯ টা থেকে উপজেলার মানিকপুর ইউপি’র উলুকান্দি বাজার মোড় হতে ধারিয়ারচর বাজার পর্যন্ত রাস্তার দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সর্বস্তরের জনগণ। 

অভিযানে নেতৃত্ব দেন মোঃ কাউসার সরকার, মোঃ রাকিব, মোঃ সাব্বির, মোঃ আল-আমিন, মোঃ ইব্রাহিম, মোঃ বায়জিদ, মোঃ হোসাইন, মোঃ সান্ত, মোঃ জাহিদ হাসান, মোঃ সাইদুর, মোঃ ইমতিয়াজ, তানহা, প্রিয়া আংকা, মেঘলা, সানজিদা, সিমু, জান্নাতুল, ফারিয়া, নিলা, রিপা আক্তার, মৌসুমি, নাজমা বেগম, সামিয়া , রিতা আক্তার, মোঃ দীন ইসলাম, মোঃ রিফাত উল্লাহসহ প্রমূথ।

বিপি ক্লিন টিমের মোঃ কাউসার সরকার জানান, বাঞ্ছারামপুর উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর বাঞ্ছারামপুর গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। উলুকান্দি ও ধারিয়ারচর বাজারের বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয় এবং নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে সকল দোকানিদের উদ্বুদ্ধ করা হয়।

মানিকপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ হুমকির মুখে। তবে একদল শিক্ষার্থীর এরকম উদ্যোগে আমি স্বাগত জানাই। কারণ এরাই পারবে আমাদের পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে। এছাড়াও জীব বৈচিত্র্য রক্ষা ও মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমাতে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব।

 

 

আর কে

×