ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

হাজারো নারী-পুরুষের ভিড়

ঐতিহ্যের ধারায় সাঙ্গু নদীতে নৌকাবাইচ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ০০:৪৫, ২৪ নভেম্বর ২০২৪

ঐতিহ্যের ধারায় সাঙ্গু নদীতে নৌকাবাইচ

বান্দরবানের সাঙ্গু নদীর উজানিপাড়া সমিল এলাকার ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

সম্মিলিত ক্রিড়া পরিষদের উদ্যোগে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার সকালে সাঙ্গু নদীর উজানিপাড়া স’ মিল এলাকায় জমকালো আয়োজনের এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। প্রতিযোগিতা দেখতে সাঙ্গু নদীর তীরে ভিড় করেন বিভিন্ন জায়গা থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন জাতি গোষ্ঠীর সাংস্কৃতিক দলের অংশগ্রহণে দলীয় নৃত্য অনুষ্ঠিত হয়।
জানা যায়, দীর্ঘ বছর ধরে বান্দরবান জেলায় বিভিন্ন ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় বন্ধ হতে বসেছিল। এই চর্চা পুনরায় ফিরিয়ে আনতে ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে নবগঠিত বান্দরবান সম্মিলিত ক্রিড়া পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী ক্রিড়া মেলার আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে উদ্বোধনী খেলা হিসেবে শনিবার সাঙ্গু নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
নৌকাবাইচ ছাড়াও ক্রিড়া মেলায় প্রীতি ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, বলিখেলা, তৈলাক্ত বাঁশ আরোহণসহ ১১টি খেলার আয়োজন করা হয়। প্রথম দিনে নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী নারী ও পুরুষের ৬টি দলকে পুরস্কার দেওয়া হয়।
বান্দরবান সম্মিলিত ক্রিড়া পরিষদ সভাপতি আজহারুল ইসলাম বাবুল জানান, সপ্তাহব্যাপী ক্রিড়া মেলার বিভিন্ন প্রতিযোগিতায় জেলা সদরের নারী-পুরুষ মিলে ১৮টি দলে মোট ১৪৪ জন অংশগ্রহণ করছেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবান সেনা রিজিয়নের সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, বান্দরবান জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন, অ্যাডভোকেট মুহা. আবুল কালাম, উবাথোয়াই মারমা প্রমুখ।

×