কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ।
বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা কমরেড রেজাউল করিমের চতুর্থ প্রয়াণ দিবসে “গণঅভ্যুন্থান ও গণআখাঙ্কা” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ।
বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি তুষার কান্তি বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক ফররুখ হাসান জুয়েল, নূর আলম শেখ, তুষার কান্তি দাস, জেলা যুবদলের সাবেক সাধারন সস্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেনী পেশার নের্তৃবৃন্দ এই আলোচনা সভায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে কমরেড এম এম আকাশ বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য পেশী শক্তি রোধ, অর্থের ঝনঝনানি ও প্রশাসনকে নিরোপেক্ষ রাখতে নির্বাচন কমিশন আইন সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনে অংশ গ্রহনকারি দলের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে এমপি নির্বাচনের বিধান করতে হবে। প্রধান উপদেষ্টার প্রতি এই আহবান জানিয়ে তিনি বলেন, তবেই জাতীয় সংসদ গনমানুষের আস্থার প্রতীকে পরিনত হবে। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের পর গন মানুষের এই চেতনা বাস্তবায়নে কমিউনিস্ট পার্টির সারা দেশে কাজ করছে।
রিয়াদ