সড়ক দূর্ঘটনায় আহত ব্যাক্তিদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা পরিচর্যা দিয়ে হাসপাতালে পৌছানো সংস্থা ট্রমালিংকের দশ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (২৩ নভেম্বর) বিকালে দাউদকান্দি উপজেলার রায়পুর কেসি উচ্চবিদ্যালয় মিলনায়তনে সংস্থার নির্বাহী পরিচালক অরূপ সাহা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ট্রমালিংকের প্রতিষ্ঠাতা ড. জন মোজালে।
প্রধান আলোচক ছিলেন, চারবার জাতীয় পদকপ্রাপ্ত এআইপি মতিন সৈকত সংস্থাটির কার্যক্রমের শুরু থেকেই সেবা প্রদানের সাথে জড়িত ছিলেন৷ সে সূত্রে সংস্থাটি আজ তাকে সন্মাননা প্রদান করেন। এতে বক্তব্য রাখেন, সংস্থার সমন্বয়কারী মোহাম্মদ হোসাইন, জোবায়ের মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য,২০১৪ সালের ২৩ নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ড. জন মোজালে বাংলাদেশে প্রথম ট্রমালিংকের কার্যক্রম শুরু করেন দাউদকান্দি উপজেলার দাউদকান্দি থেকে পুটিয়া বাইপাস পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কে। এখন ২৫৯ কিলোমিটার মহাসড়কে এক হাজার প্রশিক্ষন প্রাপ্ত স্বেচ্ছাসেবক দূর্ঘটনা কবলিত ব্যাক্তিদের তাৎক্ষণিক সেবা প্রদান করছে ট্রমালিংক।
তাবিব