ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মিয়ানমারের গুলি এসে পড়লো বসত ঘরের আঙিনায়

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২১:২০, ২৩ নভেম্বর ২০২৪

মিয়ানমারের গুলি এসে পড়লো বসত ঘরের আঙিনায়

গুলি

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান যুদ্ধের মধ্যে এবার গুলি এসে পড়েছে বাংলাদেশের টেকনাফের বসত ঘরের আঙিনায়। 

শনিবার সাড়ে ১০টায়  টেকনাফের হ্নীলার দমদমিয়ার বাসিন্দা আব্দুর রহিমের বাড়ির আঙিনায় গুলিটি উড়ে এলেও তাতে কেউ আহত হয়নি। যদিও সীমান্ত পেরিয়ে গুলি প্রবেশের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। 

স্থানীয় এলাকার মানুষের তথ্য অনুযায়ী, রাখাইন রাজ্যের মংডু শহরে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে। দুপক্ষই একে অন্যকে লক্ষ্য করে টানা গুলি ছুড়ছে। 

এছাড়া ছোড়া হচ্ছে মর্টার শেল ও গ্রেনেড। মিয়ানমারের ভেতরের এই সংঘর্ষের রেশ লাগছে সীমান্তবর্তী বাংলাদেশেও। যুদ্ধের তীব্রতা বাড়লেই বিস্ফোরণের শব্দে কেঁপে কেঁপে উঠছে সীমান্ত লাগোয়া গ্রামগুলো। এর আগেও মিয়ানমারে যুদ্ধের রেশ হিসেবে বাংলাদেশে এসেছে মর্টার শেল ও গুলি। ফলে ওপারে যুদ্ধের তীব্রতা বাড়লে এপারে বাড়ে আতঙ্ক। গত কয়েক মাস ধরে এই পরিস্থিতির সঙ্গে লড়ছেন কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার মানুষ। 

শহিদ

×