ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

ঝালকাঠি প্রেসক্লাবে শের-ই-বাংলা ডোনার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি

প্রকাশিত: ২০:৪৭, ২৩ নভেম্বর ২০২৪

ঝালকাঠি প্রেসক্লাবে শের-ই-বাংলা ডোনার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী

ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে শের-ই-বাংলা ডোনার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী তাদের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এই ক্লাবের উদ্যোগে ১১০জন রক্তদাতা  ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাড. শাহাদাৎ হোসেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন এ্যাড ফয়জুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আনিসুর রহমান খান। সভাপতিত্ব করেন এই সংগঠনের সভাপতি মেহেদী হাসান।

ঝালকাঠি রক্তদাতাদের সংগঠনগুলিকে আরও শক্তিশালী গঠনমূলক এবং জনসম্পৃক্ততা সৃষ্টি করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে উদ্যোগ নেয়া হয়েছে।

 

×