ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

তাজরীন ট্র্যাজেডি, এক যুগ পূর্তিতে মোমবাতি প্রজ্বলন

নিজস্ব সংবাদদাতা, সাভার 

প্রকাশিত: ২০:৩৫, ২৩ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:৩৬, ২৩ নভেম্বর ২০২৪

তাজরীন ট্র্যাজেডি, এক যুগ পূর্তিতে মোমবাতি প্রজ্বলন

মোমবাতি প্রজ্বলন

তাজরীন ট্র্যাজেডির এক যুগ পূর্তিতে মোমবাতি প্রজ্বলন করেছে নিহতদের স্বজন, আহত শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন ফ্যাশনের সামনে মোমবাতি প্রজ্বলন করে নিহতদের শ্রদ্ধা জানানো হয়। এসময় আহত শ্রমিকরা পর্যাপ্ত চিকিৎসা, পুনর্বাসনসহ নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

এসময় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

শহিদ

×