ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা দু’টি সংস্কার করলেন ইউএনও

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ২০:১০, ২৩ নভেম্বর ২০২৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা দু’টি সংস্কার করলেন ইউএনও

অবশেষে গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এর হস্তক্ষেপে বেহালদশা থেকে মুক্ত হলো পৌরভবনের সামনের ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের রাস্তা দু’টি। ধীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া গুরুত্বপূর্ণ এ রাস্তা দু’টি জরুরী ভিত্তিতে এবং বিশেষ ব্যবস্থায় পৌরসভার নিজস্ব অর্থায়নে সংস্কারের ব্যবস্থা নেয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মনে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানার বিশেষ উদ্যোগে পৌরসভার নিজস্ব অর্থায়নে কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের কাজ শুরু করে। শনিবার পর্যন্ত রাস্তাটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন। এর আগে শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ - মহিমাগঞ্জ সড়কে পৌর ভবনের সামনের অংশটি সংস্কার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার পৌরসভার মেয়রদের অপসারন করেন।

এর ধারাবাহিকতায় পৌর প্রশাসক হিসেবে গোবিন্দগঞ্জ পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর তিনি পৌরসভার জনগুরুত্বপূর্ণ সার্বিক উন্নয়নের প্রতি নজর দেন।
তিনি জানান, পৌরসভার আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল রাস্তা সংস্কার করা হবে।

 

×