ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

তেলের ডিপোতে আগুন, মুরগিসহ ফার্ম পুড়ে ভস্মিভূত

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ 

প্রকাশিত: ১৯:৩১, ২৩ নভেম্বর ২০২৪

তেলের ডিপোতে আগুন, মুরগিসহ ফার্ম পুড়ে  ভস্মিভূত

মুরগিসহ ফার্ম পুড়ে ভস্মিভূত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভাসিয়ালি কূষ্টপুর বাস স্ট্যান্ড এলাকায় যমুনা কোম্পানির তেলের ডিপুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ‌ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাকিব এন্টারপ্রাইজ নামের যমুনা অয়েলের ডিলার মোঃ মোকছেদ আলীর তেলের ডিপো থেকে এই আগুনের সূত্রপাত ঘটে এবং পরে তা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পাশে থাকা রাজা মিয়ার মুরগির ফার্মে আগুন ছড়িয়ে পড়ে এতে ফার্মে থাকা ৩ হাজার মুরগিসহ ফার্ম পুড়ে যায় এতে প্রায় ক্ষতি হয়েছে দশ লক্ষাধিক টাকার মালামাল।

ঘটনাস্থল থেকে জানা যায়, আগুন লাগার সাথে সাথেই ড্রাম ভর্তি পেট্রোল ও অকটেন তেলের ড্রামের বিস্ফোরণে পুরো এলাকায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা মুকসেদ আলীর ভাতিজা আতোয়ার রহমান আগুনে ঝলসে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশের ব্যবসায়ীরা বলেন তারা ফায়ার সার্ভিসে খবর দিলে সাটুরিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গত এক বছর আগেও মোকছেদ আলীর এই তেলের ডিপোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তখনো ব্যাপক ক্ষতি হয়েছিল। তারা আরো জানায়, এই তেলের ডেপুটি এইখানে থাকা বিপদজনক প্রতিনিয়তই তারা আতঙ্কে থাকে। তারা এই তেলের ডেপুটি এখান থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানান।

মেসার্স রাকিব এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি মালিক মোকসেদ আলী জানান, বৈদ্যুতিক শসার্কিটে এই দুর্ঘটনাটি ঘটে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

আশেপাশের দোকানদারদের কাছ থেকে জানা যায় রাকিব এন্টারপ্রাইজ নামের এই প্রতিষ্ঠানটি কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে দীর্ঘদিন ধরেই এইভাবে তেল মজুদ ও বিক্রী করে আসছে।

সাটুরিয়া ফায়ার স্টেশন ইনচার্জ মো.মজিবর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শসার্কিটের ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে।

শহিদ

×