ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

চট্টগ্রামে ভাতিজা খু*নের ঘটনায় চাচা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:২২, ২৩ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:২৪, ২৩ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে ভাতিজা খু*নের ঘটনায় চাচা গ্রেফতার

সিআইডি পুলিশের হাতে গ্রেফতার খুনি চাচা জালাল। 

চট্টগ্রামের পটিয়ায় পাওনা ২৫০০ টাকা নিয়ে ভাতিজা খুনের ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন চাচা জালাল উদ্দীন (৪০)।তিনি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজা মিঞার পুত্র।

 

শুক্রবার রাত সাড়ে ৯ টায় সিআইডি পুলিশ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পাওনা ২৫০০ টাকা নিয়ে চাচা জালাল উদ্দীনের সঙ্গে ভাতিজা রাশেদের (২৩) বাকবিতন্ডা হয়। গত ১৬ নভেম্বর রাত  সাড়ে ৯টায় ধারালো ছুরি দিয়ে ভাতিজাকে চাচা খুন করেন। ঘটনার পর চাচা পালিয়ে যান।

নিহতের স্ত্রী তাসনিম আকতার বাদী হয়ে পটিয়া থানায় একটি খুনের মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি পুলিশ৷ সিআইডির চট্টগ্রাম মেট্রো ও জেলার বিশেষ একটি টিম অভিযান চালিয়ে চাচাকে গ্রেফতার করেন। 

সিআইডি চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ (পিপিএম) জানিয়েছেন, ‘মাত্র ২৫০০ টাকার জন্য এ খুনের ঘটনা ঘটেছে। চাচা জালাল তার ব্যবহৃত কম্বল আনতে গেলে ভাতিজা রাশেদ বাঁধা দেন। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে চাচা তার ভাতিজার গলায় পোচ দেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।’

 

তাবিব

×