ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

ডেমরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা

প্রকাশিত: ১৮:৪৩, ২৩ নভেম্বর ২০২৪

ডেমরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

রাজধানী ডেমরায় বিনামূলে চক্ষু চিকিৎসাসেবা গ্রহনে বয়স্কসহ সকল শ্রেণী-পেশার মানুষের ঢল নেমেছে। এ সময় চোখের নানা সমস্যা নিয়ে আসা সহস্রাধীক সাধারণ সেবা প্রত্যাশীদের মাঝে পর্যায়ক্রমে চিকিৎসা প্রদানসহ চশমা বিতরণ করেন উপস্থিত ডাক্তারগণ। প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অফ ঢাকা মাস্টারমাইন্ড, জেলা ৩১৫ বি ২ এর আয়োজনে শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী পাড়াডগাইর হুমায়ুন কবির বিজ্ঞান ও কারিগরি স্কুল এন্ড কলেজে এ কার্যক্রম পরিচালিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট, লায়ন মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ-সভাপতি, ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি ও ডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন রতন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, লায়ন শামীম খান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর ইসলাম মোল্লা, ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মনিরুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা ফারুক আহমেদ সাধু, হুমায়ুন কবির বিজ্ঞান ও কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রোকেয়া বেগমসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা।
প্রধান অতিথি জয়নাল আবেদীন রতন বলেন, মানবসেবা পরম ধর্ম। চোখ মানুষের সবচেয়ে বড় অমূল্য সম্পদ। নানা অবহেলায় ও অজ্ঞতার কারণে অনেক মানুষের চোখ নষ্ট হয়ে যায়। তাই সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য এ চক্ষু চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, আমার রাজনৈতিক জীবনে ও ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বকালীন মানব সেবার ধারাবাহিকতা বজায় ছিল। তবে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের স্বৈরশাসনের কারণে আমার এ সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে।

মামলা হামলায় আমাকে জর্জরিত করা হয়েছে। বাবা মায়ের জানাজাতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তবে এখন সময় এসেছে সেই মানব সেবা শুরু করার। এ লক্ষ্যে ঢাকা-৫ আসন আবারো মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে আমাদের সেবামূলক ধারাবাহিক আয়োজন অব্যাহত থাকবে।

 

×