ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

৬২ লাখ টাকার অনিয়ম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৮:৩৩, ২৩ নভেম্বর ২০২৪

৬২ লাখ টাকার অনিয়ম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বরখাস্ত

ব্যাংকের সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপক অসীম কির্ত্তুনীয়া

বাগেরহাটের চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপক অসীম কির্ত্তুনীয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিতলমারীতে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্বপালনকালে তিনি ভূয়া ঋণ সৃষ্টি, সহকর্মীদের কাছ থেকে ধার গ্রহণ এবং সর্বপোরি ৬১ লাখ ৭৯ হাজার ৭০০ টাকার আর্থিক অনিয়ম ও দূর্নীতি করেছেন বলে অভিযোগ ওঠে। এ সব অভিযোগে তাকে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২২ এর ৫৭(১) বিধি মোতাবেক সাময়িকভাবে  বরখাস্ত করা হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু স্বাক্ষরিত এক পত্রে শনিবার (২৩ নভেম্বর) এ তথ্য জানা গেছে।

পত্র মতে, প্রশাসনিক কারণে অসীম কির্ত্তুনীয়াকে পঞ্চগড় জেলার আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২২ এর ৫৭(৩) বিধি অনুসারে খোরাকি ভাতা প্রাপ্য হবেন। তার স্থলে চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার (মাঠ) গৌতম সরকারকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ শাখা ব্যবস্থাপকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক পত্র প্রাপ্তির সাত কর্ম দিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য অসীম কির্ত্তুনীয়াকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। নোটিশের জবাব না দিলে অসীম কির্ত্তুনীয়ার বিরুদ্ধে একতরফা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করা হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের অনেক গ্রাহক বলেন, ‘অসীম কির্ত্তুনীয়া দ্বিতীয় দফায় চিতলমারীতে আসার পর পল্লী সঞ্চয় ব্যাংকটি দূর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়। এ ছাড়াও তিনি চিতলমারীর স্থানীয় বাসিন্দা হওয়ায় সকলের সাথে দাম্ভিক্যের সাথে অশালীন আচরণ করতেন। ভদ্রতা সভ্যতা বলতে তার মধ্যে কিছ্ইু ছিলনা। আমরা এই দূর্নীতিবাজের উপযুক্ত শাস্তি চাই।’

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক অসীম কির্ত্তুনীয়া মুঠোফোনে বলেন, ‘সাময়িক বরখাস্তের আদেশ পেয়ে আমি পঞ্চগড়ে যোগদান করেছি। এর বেশী কিছু জানতে হলে অফিসে গিয়ে জানেন।’  

চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার ও ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক গৌতম সরকার বলেন, ‘গত সপ্তাহে অসীম কির্ত্তুনীয়াকে সাময়িক বরখাস্তের আদেশ পেয়েছি। স্যারে নির্দেশ মোতাবেক আমি চিতলমারী শাখার দায়িত্ব নিয়েছি।’

বাগেরহাট পল্লী সঞ্চয় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও জেলা কর্মকর্তা ইমতিয়াজ হোসেন বলেন, ‘অসীম কির্ত্তুনীয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।’

এম হাসান

×