ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

যশোর শহরে বারান্দিপাড়ার লিচুতলা ভৈরব নদের ব্রিজের মাটি ধসে চলাচলে ঝুঁকি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ১৮:০২, ২৩ নভেম্বর ২০২৪; আপডেট: ১৮:০৫, ২৩ নভেম্বর ২০২৪

যশোর শহরে বারান্দিপাড়ার লিচুতলা ভৈরব নদের ব্রিজের মাটি ধসে চলাচলে ঝুঁকি

যশোর শহরের বারান্দিপাড়া লিচুতলার ভৈরব নদের ব্রিজের মাটি ধ্বসে যাওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দিনের চেয়ে রাতে চলাচল বেশি ঝুঁকিপূর্ণ। যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই।
যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পূর্ব বারান্দিপাড়া। এই ওয়ার্ডে লিচুতলায় ব্রিজ দিয়ে ওয়ার্ডের বাসিন্দারা ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর এলাকায় যাওয়া আসা করে। আবার ঝুমঝুমপুর এলাকাবাসীও একই ব্রিজ দিয়ে চলাচল করে। অথচ ব্রিজের পূর্বপাশের রাস্তার বেশ কিছু অংশ ভৈরব নদে ধ্বসে গেছে। আরেক অংশ দেবে গেছে। এতে করে ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে রিক্সা, ইজিবাইক, মোটরসাইকেল চলাচল করছে।
এলাকার বাসিন্দা আব্দুল হালিম শিপলু জানান, বারান্দিপাড়ার লিচুতলা ব্রিজ দিয়ে আমরা ফতেপুর ও ঝুমঝুমপুর এলাকায় যাই। এটি দিয়ে তাড়াতাড়ি আসা যাওয়া করা যায়। কিন্তু ব্রিজের পূর্ব পাশের রাস্তার কিছু অংশ ধ্বসে গেছে। বাকি অংশ দিয়ে ইজিবাইক ও অটোরিক্সায় ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করি। এটা সংস্কার করা জরুরি। কারণ রাতে ব্রিজ থাকে অন্ধকার। ওই সময় চলাচল করা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজের পূর্বপাশের অংশ আরো ভেঙে গেলে আমাদের চলাচল বন্ধ হয়ে যাবে। ব্রিজ দিয়ে চলাচল বন্ধ হয়ে গেলে দক্ষিণ পাশ দিয়ে আড়াই কিলোমিটার ঘুরে ফতেপুর ও ঝুমঝুমপুর এলাকায় যেতে হবে। একই কথা জানান আরেক বাসিন্দা  আব্দুল জব্বার।
মোহাম্মদ আলী নামে ওই ওয়ার্ডের বাসিন্দা জানান, ব্রিজের পূর্ব পাশের রাস্তার বেশ কিছু অংশ ধ্বসে পড়ায় প্রাইভেটকার, পিকআপ এ্যাম্বুলেন্স চলাচল বন্ধ হয়ে গেছে। এখানকার কোন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া কষ্টকর হয়ে পড়বে। এ্যাম্বুলেন্সের পরিবর্তে ইজিবাইকে করে নিতে হবে।
এ বিষয়ে যশোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন জানান, বারান্দিপাড়া লিচুতলা ব্রিজ দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ কিনা বিষয়ে জানা নেই। সরেজমিনে দেখে পদক্ষেপ নেয়া হবে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, প্রকৌশলী পাঠিয়ে ব্রিজের পূর্বপাশে ধ্বসে পড়া রাস্তার বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

×