ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

চট্টগ্রামে বল প্রয়োগে পদত্যাগে বাধ্য হওয়া সেই শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ১৭:০৭, ২৩ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে বল প্রয়োগে পদত্যাগে বাধ্য হওয়া সেই শিক্ষকের মৃত্যু

৫ আগস্টের পর জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এসএম আইয়ুব মারা গেছেন। তাকে বলপ্রয়োগ করে পদত্যাগ করানো হয়েছিল, সেদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন বলে তারই সহকর্মী ও শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন। জনপ্রিয় ও শিক্ষার্থীবান্ধব হিসেবে এসএম আইয়ুব সমাদৃত। যার ফলে শিক্ষকের মৃত্যুর খবরে শোকাহত সকলেই।
কলেজ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে কলেজ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র নামধারী শিক্ষার্থীসহ একটি দল কলেজের উপাধ্যক্ষ আইয়ুবের ওপর হামলা করে। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর ১২ টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শোক জানানোর পাশাপাশি ৫ আগস্ট পরবর্তী স্কুল ও কলেজে পদত্যাগ বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
সাফকাত চাটগামী নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন- ‘অধ্যাপক আইয়ুব আর নেই। বাঁশখালীর কাথরিয়ার কৃতি সন্তান এসএম আইয়ুব শনিবার দুপুর ১২টার দিকে মারা গেছেন। ৫ আগস্ট পরবর্তী কিছু ছাত্রনামধারী এই বরণ্যে শিক্ষকের ওপর চড়াও হন। তাকে পদত্যাগে বাধ্য করেন। এরপর থেকেই তিনি অসুস্থ ছিলেন’।
মোহাম্মদ আনিসুল ইসলাম নামে একজন লেখেন- ‘কলেজ জীবনে শিক্ষক হিসেবে সবচেয়ে প্রিয় একজন।  আইয়ুব স্যার আর নেই। আমি এখনো চোখ বন্ধ করলেই কেমিস্ট্রি ১ম পত্রের সব টপিক চোখে ভাসে। যেকোনো সময় ইন্টারের কেমিস্ট্রি পরীক্ষা, যেকোনো প্রশ্ন দিলেই আমি মিনিমাম ৮০ পাবোই। আইয়ুব স্যার শিক্ষক হিসেবে এতো অসাধারণ ছিলেন, চোখ বন্ধ করে কেমিস্ট্রি কোনো টপিক আসলেই শিক্ষক আইয়ুব স্যার কিভাবে পড়াচ্ছেন চোখে ভেসে আসছে। সরল অন্তর, বলিষ্ঠ আচরণের আইয়ুব স্যার’।
কলেজের শিক্ষকরা জানিয়েছেন, ন্যাক্করজনক ঘটনা ঘটেছিল ২৪ সেপ্টেম্বর। সেদিন বৈষম্যবিরাধী ছাত্র নাম দিয়ে বহিরাগতরা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকার হাজেরা তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আইয়ুবকে বলপ্রয়োগ করে পদত্যাগে বাধ্য করেছে। একইভাবে অধ্যক্ষকে মারধর করে কলেজের আরও ৩ শিক্ষককে বরখাস্ত করতে বাধ্য করা হয়।
সেদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে বৈষম্যবিরোধী উল্লেখ করে একটি দল চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। সেসময় সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহিরাগত ছাত্রদের হত্যার হুমকিতে এক পর্যায়ে কলেজের উপাধ্যক্ষ এসএম আইয়ুব অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।
কলেজের সিনিয়র শিক্ষক ও কর্মচারীরা জানান, সেদিন শিক্ষকদের গায়ে হাত তুলেছিল বহিরাগতরা। এ শিক্ষা প্রতিষ্ঠানটি সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ব্যক্তিগত অর্থায়নে গড়ে তুলেছিলন। প্রায় ৩৪ বছরের এ শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা প্রসারে চট্টগ্রামে ব্যাপক ভূমিকা রাখে। বিশাল এ ডিগ্রি কলেজটির শুধুমাত্র একাডেমিক ভবনটি সরকারি অর্থায়নে গড়া। বাকিসব সাবেক ওই মন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে গড়ে তোলা হয়েছিল। মূলত প্রতিষ্ঠানটিকে অচল এবং একটি পক্ষ কলেজটিকে দখল করার জন্য এমন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল বলে জানিয়েছে শিক্ষকেরা।

 

×