ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা)

প্রকাশিত: ১৬:১২, ২৩ নভেম্বর ২০২৪

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান সফিকুল হক।

ভোলার লালমোহন উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমোহন ইসলামিক মডেল মাদরাসার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও এ সময় ২০২৩ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ উপস্থিতি ও মেধার ভিত্তিতে সাফল্য অর্জন করায় মোট ১২২ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান সফিকুল হক।

এছাড়াও লালমোহন ইসলামিক মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আজিম উদ্দিন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, ইসলামিক মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসেন, ইসলামি সমাজ কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি এম.এ. জাহের, ইসলামি মডেল মাদরাসার সাবেক পরিচালক কাজী শাহে আলম এবং প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

রিয়াদ

×