ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মোরেলগঞ্জে পরমহংসদেবের আবির্ভাব উৎসবে শোভাযাত্রায় ভক্তদের ঢল 

নিজস্ব সংবাদদাতা, মোরেলগঞ্জ, বাগেরহাট

প্রকাশিত: ১৫:৪৪, ২৩ নভেম্বর ২০২৪

মোরেলগঞ্জে পরমহংসদেবের আবির্ভাব উৎসবে শোভাযাত্রায় ভক্তদের ঢল 

শোভাযাত্রায় বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন

বাগেরহাটের মোরেলগঞ্জে সনাতন ধর্মাবলম্বী শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৩তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় ভক্তদের ঢল। 
 
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে শ্রীগুরু সংঘের উদ্যোগে সেরেস্তাদারবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪, আসনের সম্ভব্য প্রার্থী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। সভায় উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অসীম কর্মকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন মন্দির কমিটির  সভাপতি সোমনাথ দে, সদস্য সচিব দিপক কর্মকার, মিলন কর্মকার, অজিত সাহা। এ ছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, সাবেক কাউন্সিলর শংকর কুমার রায়, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, মতিউর রহমান বাচ্চু, আসাদুজ্জামান মিলন, প্রভাষক রাসেল আল ইসলাম প্রমুখ। 

আলোচনা শেষে আগত ভক্তবৃন্দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান উপলক্ষে পাঁচদিনব্যাপী অনুষ্ঠান মালায় গিতাপাঠ প্রসাদ বিতরণ, বস্ত্র বিতরণ, ২৪ প্রহর ব্যাপী অখন্ড তারকব্রক্ষ্র মহানাম যজ্ঞাঅনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এম হাসান

×