ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

ট্রাক চাপায় চিত্রনায়িকা পরীমণির প্রাক্তন স্বামী নিহত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ও শিবচর

প্রকাশিত: ১৪:৩৬, ২৩ নভেম্বর ২০২৪

ট্রাক চাপায় চিত্রনায়িকা পরীমণির প্রাক্তন স্বামী নিহত

সংগৃহীত ছবি।

চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদার (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাচ্চর (সাইনবোর্ড ঢাকামুখী লেনে) দ্রুতগামী একটি ট্রাক চাপায় তিনি মারা যান।

নিহত ইসমাইল জমাদার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদারের ছেলে। তিনি ঠিকাদারীসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমণির (বর্তমান চিত্র নায়িকা) সঙ্গে তার বিয়ে হয়েছিল। শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের ফুফাতো ভাই মাহমুদুল হাসান জানান, “শুক্রবার রাতে ইসমাইল হোসেন জমাদার নিজ বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা ভগিরতপুর গ্রাম থেকে এলাকার ছোট ভাই মনির হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাদের মোটরসাইকেলটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর সাইনবোর্ড এলাকায় পৌঁছলে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ইসমাইল হোসেন জমাদার ও মনির হোসেন গুরুতর আহত হয়। শিবচর হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। পঙ্গু হাসপাতাল থেকে নিয়ে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৬.৪০ মিনিটে তিনি মারা যান। 

নিহত ইসমাইলের ফুফাতো ভাই মাহমুদুল হাসান আরো জানান, ‘আহত মনিরকে ঢাকা মেডিকেল থেকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে (আজ) শনিবার বেলা ১২ টার দিক তাকে অপারেশন থিয়েটারে নিয়েছেন চিকিৎসকরা। সেখানে তার অপারেশন হওয়ার কথা। কোন কোন মিডিয়ায় মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে বলে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এদিকে ইসমাইলের লাশ ঢাকা থেকে মঠবাড়িয়া নিয়ে জানাজা শেষে ছোট শৌলা ভগিরতপুর গ্রামে বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মাহমুদুল হাসান আরো বলেন, “ইসমাইল হোসেন চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ছিলেন। তাদের যখন বিয়ে হয় তখন পরীমণি চিত্রনায়িকা ছিলেন না। তাদের তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।”

নুসরাত

×