ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

শাহজাহান ওমরের বিরুদ্ধে বিএনপির আরো এক মামলা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি

প্রকাশিত: ১৩:২৮, ২৩ নভেম্বর ২০২৪

শাহজাহান ওমরের বিরুদ্ধে বিএনপির আরো এক মামলা

শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমর বীর উত্তমকে প্রধান আসামি করে রাজাপুর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেশকিছু অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ এ মামলা দায়ের করেন। মামলায় শাহজাহান ওমর ছাড়াও আওয়ামী লীগের আরো ৫৩ জনের নাম উল্লেখপূর্বক দেড়শ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
 
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জানান, এখনই মামলার বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। গতকাল দুপুরে কাঁঠালিয়া উপজেলা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। 

এর আগে, গতকাল সকালে বাড়িতে আসার পথিমেধ্য রাজাপুরের উত্তর পিংড়ি এলাকায় তাকে বহনকারি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা এবং তার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ওই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারের পর শাহজাহান ওমর সাংবাদিকদের জানান, ‘নিজ এলাকায় তার উপরে হামলা ভাঙচুরের ঘটনা নেক্কারজনক। বাকওয়াজ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বের হয়ে যাবেন এবং তিনি এদেশে আবারো এমপি হবেন মন্ত্রী হবেন।’

এম হাসান

×