ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট, ৩ শিক্ষার্থীর প্রাণহানি

প্রকাশিত: ১২:৫২, ২৩ নভেম্বর ২০২৪

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট, ৩ শিক্ষার্থীর প্রাণহানি

ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে পুলিশ

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আইইউটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ৪৬০ জন শিক্ষার্থী ওই এলাকার মাটির মায়া রিসোর্টে ছয়টি বিআরটিসি দোতলা বাস এবং তিনটি মাইক্রোবাস নিয়ে পিকনিকে আসে। তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পৌঁছামাত্র সড়কের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের লাইনে ৫ নাম্বার বাসটি বিদ্যুতায়িত হয়। এতে ওই ছাত্ররা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। আর আহতদের প্রতেকেই শরীরের বিভিন্ন অংশ বিদ্যুতায়িত হয়ে হাত, পা, মুখ ঝলসে গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসান জানান, ওই লাইনটি ১১ হাজার ভোল্টেজের ছিল। সড়কের ওপর দিয়ে বিদ্যুতের লাইন ক্রস করা অবস্থায় রয়েছে। একটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি।

এম হাসান

×