ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

চালু হলো টোল-খাজনা ফ্রি কৃষিমার্কেট

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১০:২৯, ২৩ নভেম্বর ২০২৪

চালু হলো টোল-খাজনা ফ্রি কৃষিমার্কেট

অবশেষে কলাপাড়ায় টোল-খাজনা ফ্রি কৃষিমার্কেট

অবশেষে কলাপাড়ায় টোল-খাজনা ফ্রি কৃষিমার্কেট চালু করা হয়েছে। শনিবার সকাল ছয়টা থেকে এ মার্কেটে উৎপাদক শ্রেণির কৃষকরা সরাসরি ন্যায্যমূল্যে ভোক্তাদের হাতে কৃষিপণ্য তুলে দিচ্ছেন। ফলে কৃষকরা সরাসরি হাতে পাচ্ছেন ন্যায্যমূল্য- পাশাপাশি ক্রেতারা সহনীয় মূল্যে তাদের চাহিদা পুরণ করছেন। খুব ভোরেই নীলগঞ্জ থেকে চাষীরা বিভিন্ন ধরনের শাক-সবজি নিয়ে বসেছেন। করছেন বিক্রি। কলাপাড়া পৌরশহরের প্রেসক্লাবের পশ্চিমদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে কলাপাড়ার ইউএনও রবিউসলাম এই মার্কেটটি কৃষক ও সাধারণ ক্রেতাদের স্বার্থে চালু করেন। তিনি সকাল নয়টার দিকে মার্কেটটি পরিদর্শন করেন। ক্রেতা আব্দুর রহমান জানান, তারা নিত্যদিনের অন্য বাজারের চেয়ে অনেকটা কম দামে নিত্য প্রয়োজনীয় শাক-সবজি কিনতে পারলেন। এখানে রাখা হয়েছে নিত্যদিনের বিক্রির দরের চার্ট। সকাল থেকে টাটকা এবং সহনীয় দামে পছন্দের শাকসবজি কেনার জন্য ক্রমশ ক্রেতার ভিড় বাড়ছে। এটি সচল থাকার প্রয়োজনীয়তার কথা জানালেন মানুষ। কারণ এখানকার মানুষ কাঁচাবাজারের একটি নির্দিষ্ট সিন্ডিকেটের কাছে দীর্ঘ বছরের পর বছর জিম্মিদশায় রয়েছে। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকের উৎপাদিত পণ্য নিত্যদিন বাজারে নিয়ে আসার জন্য আপাতত দুইটি ভ্যান দেওয়া হয়েছে। এছাড়া পাখিমারা থেকে শাকসবজিবাহী কোন যানবাহনে ব্রিজের টোল দেওয়া লাগবে না। এভাবে বিভিন্ন ধরনের সুবিধা নিশ্চিত করে শাকসবজির বাজার সাধারণ মানুষের নিয়ন্ত্রণে আনার প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলাপাড়া নাগরিক ফোরামের সভাপতি শামসুল আলম। উপজেলা প্রশাসন ও পৌরসভার তদারকিতে সকল ধরনের সহায়তা করছে আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছ।বাসেবী সংগঠনের সদস্যরা। সভাপতি নজরুল ইসলাম জানান, ছাত্র-জনতার আন্দোলনে গঠিত সরকারের নতুন বাংলাদেশ নির্মাণে এমন জনহিতকর কার্যক্রমগুলো সবাই মিলে এগিয়ে নেওয়া প্রয়োজন। কৃষি উৎপাদনে জড়িত উৎপাদক শ্রেণির মানুষের পাশে সবাইকে সাধ্যমতো থাকার আহ্বান তাদের। উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, কৃষকের এবং ভোক্তাস্বার্থ রক্ষায় প্রশাসন সচেষ্ট রয়েছে। কৃষকের সকল সমস্যায় পাশে রয়েছে উপজেলা প্রশাসন।

 

আর কে

×