ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

সৈয়দপুরে রেলওয়ে কারখানায় জনবল নিয়োগ দিয়ে আধুনিকায়ন করা হবে - রেল উপদেষ্টা

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর

প্রকাশিত: ০০:৩১, ২৩ নভেম্বর ২০২৪; আপডেট: ০০:৩৩, ২৩ নভেম্বর ২০২৪

সৈয়দপুরে রেলওয়ে কারখানায় জনবল নিয়োগ দিয়ে  আধুনিকায়ন করা হবে - রেল উপদেষ্টা

সৈয়দপুর রেলওয়ে কারখানা ও পার্বতীপুর লোকোমোটিভ কারখানাকে আধুনিকায়ন করে দ্রুত জনবল নিয়োগ দিয়ে একটি সচল প্রতিষ্ঠানে পরিণত করা হবে। যাতে রেলওয়ের জন্য অতি প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ নির্মাণ সহজতর ও কার্যকর হয়। তাহলে আর বিদেশ নির্ভর হতে হবেনা এবং বিশাল অংকের অর্থ সাশ্রয় করা সম্ভব হবে। অন্তবর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা ফাওজুল কবির খান এসব কথা বলেন শুক্রবার (২২ নভেম্বর) সন্ধায় সৈয়দপুর রেলওয়ে কারখানায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে। 

উপদেষ্টা আরও বলেন, রেলওয়ে একটি অলাভজনক খাত। একারণেই মূলতঃ রেলওয়ের উন্নয়নে বাধা। তাছাড়া ইতোপূর্বে বিভিন্ন সরকার এখাতটিকে অবমূল্যায়ন করেছে এবং উন্নয়ণের নামে লুটেপুটে সাবার করেছে। সেজন্য রেলওয়ের প্রকৃত উন্নয়ন হয়নি। অথচ বাংলাদেশের যোগাযোগ ক্ষেত্রে রেলওয়ের ভুমিকা অপরিসীম। তাই আমরা রেলওয়েকে প্রকত অর্থে একটি সচল খাতরুপে পরিণত করতে চাই। এজন্য রেলওয়ে লোকেমোটিভ তথা ইঞ্জিন ও কোচ নির্মাণ খুবই জরুরী। তাই এব্যাপারে সম্ভাব্যতা যাচাই করতেই এই সফরে আসা।  সৈয়দপুর ও পার্বতীপুরে যে রেলওয়ের অবকাঠামো ও মেশিনপত্র আছে তাতে আধুনিকায়ন করা হলে এখানেই ব্যাপকভাবে ইঞ্জিন ও কোচ নির্মাণ করা যাবে। এজন্য নতুন কোন কারখানা তৈরীর প্রয়োজন নেই। বরং পর্যাপ্ত কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় বাজেট ও জনবল দিয়ে এই কারখানাতেই বাৎসরিক চাহিদা পূরণের চেষ্টা করা হবে। এজন্য অতিদ্রুত জনবল নিয়োগ দেয়াসহ অন্যান্য বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। 

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সবিচ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সিএমই সাদেকুর রহমান, জিএম মামুনুল ইসলাম, পাকশী বিভাগের ডিআরএম শাহ সুফী, সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস মোস্তফা জাকির হাসান, পার্বতীপুর লোকোমোটিভ কারখানার সিএক্সই মো. সাইফুল ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকীসহ রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা কোন মিথ্যে আশ্বাস দিতে চাইনা। তবে পুর্বের মন্ত্রীদের মত রাজনৈতিক স্ট্যান্ডবাজীও করতে চাইনা। ধৈর্য্য ধরুন এবং দেখুন আমরা কতটুকু কি করছি। রেলওয়ে হাসপাতালকে মেডিকেল কলেজ করার বিষয়ে তিনি বলেন, আগের প্রধানমন্ত্রী কি বলেছেন তা আমার জানা নেই। তবে মেডিকেল কলেজ করার বিষয়টি মূলতঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ঢাকায় গিয়ে আমি এব্যাপারে সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে কথা বলবো। একইভাবে রেলওয়ে স্কুলের বিষয়টিও শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে। এক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে।
 

রাজু

×