ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

অবসরপ্রাপ্ত স্বশস্ত্র বাহিনী (আসকস) উদ্যোগে স্বশস্ত্র বাহিনী দিবস

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি

প্রকাশিত: ২১:৩২, ২২ নভেম্বর ২০২৪

অবসরপ্রাপ্ত স্বশস্ত্র বাহিনী (আসকস) উদ্যোগে স্বশস্ত্র বাহিনী দিবস

ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অবসরপ্রাপ্ত স্বশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির (আসকস) উদ্যোগে স্বশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায়  আলোচনায় সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি প্রদীপ চন্দ্র দত্ত, ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা সাইদুর রহমান সেন্টু উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবঃ সার্জেন্ট হেলাল উদ্দিন।

সভাপতিত্ব করেন অবঃ কর্পোরাল মোঃ সেলিম। সার্বিক সহযোগিতায় ছিলেন। মুজিবুর রহমান পিন্টু ও সার্জেন্ট মোঃ শাহিন এবং উপস্থাপনা করেন সার্জেন্ট নাজমুল। পরে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মহান স্বাধীনতা যুদ্ধে স্বশস্ত্র বাহিনীর যেসকল সদস্য শহিদ হয়েছেন তাদের আত্মার এবং পঙ্গু হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

তারা জীবন বাজি রেখে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয় ছিনিয়ে এনেছেন। জাতি চিরদিন তাদেরকে স্মরণ রাখবে।

 

×