ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ছয় হাজার টাকায়!

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২১:০৪, ২২ নভেম্বর ২০২৪

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ছয় হাজার টাকায়!

কুয়াকাটায় দুই কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল হোসেনের জালে এ মাছটি ধরা পড়ে।


মাছটি নিলামে এক লাখ টাকা মন দরে ফিস ভ্যালীর পক্ষে মো: হাসান কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান জানান, এমন বড় ইলিশ সবসময় দেখা যায় না। মাছটি ২৫'শ টাকা কেজি দরে ৫ হাজার টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী হাসান। পরে তিনি অনলাইনে ছয় হাজার টাকায় বিক্রি করেন। এসময় মাছটি দেখতে অনেকেই ভিড় করেন।

জেলে জামাল হোসেন বলেন, এবছর এই প্রথম আমার জালে বড় মাছ ধরা পড়লো। বড় মাছের কদর ও দাম বেশি। বড় মাছ পাওয়ার মজাই আলাদা।

ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, এই সাইজের ইলিশ বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে মণ এক লাখ টাকা দরে বিক্রি হয় মাছটি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা  জানান, সাম্প্রতিক সময়ে কখনো কখনো এমন সুখবর আসে। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। জেলেরা সরকারি নিষেধাজ্ঞা মানার সুফল এটি।

এমএম

×