অবৈধ স্থাপনা উচ্ছেদ
পর্যটন স্পট রামুর পেঁচারদ্বীপ সৈকতের বালুচরের উপর নির্মিত অন্তত ৫ একর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা ব্যাপি অভিযান চালিয়ে কোটি কোটি টাকার সরকারী সম্দপদ দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। সাগরপাড়ের ওইসব সরকারি জমি দখল করে রেখেছিলো মারমেইড বীচ রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠান। জানা গেছে, আওয়ামী লীগের কতিপয় নেতার ধমকে
বালিয়াড়িতে স্থাপনা গড়ে সেখানে করা হতো ফুল মুন পার্টি। সেখানে একটি কাঠের সাঁকোও গড়ে তোলা হয়েছিলো। অভিযান পরিচালনাকারী রামু উপজেলা সহকারি কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুল জানান, ওই অভিযানে বালুচরে গড়ে তোলা অন্তত ৩০টি অবৈধ কটেজ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের নির্দেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সাজ্জাদ জাহিদ।
এদিকে উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের উপর মারমেইড বীচ রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে।
রাজু