খুলনা নগরীর সৌন্দর্য বর্ধন প্রয়োজন কিন্তু সড়ক সংকুচিত করে স্থায়ী জনদুর্ভোগ সৃষ্টি করে নয়। যানজটের স্থায়ী দুর্ভোগ এড়াতে ময়লাপোতা মোড়ের সৌন্দর্য বর্ধন প্রকল্পের নকশা পরিবর্তন করার দাবি নিয়ে খুলনার নাগরিক সমাজ মানববন্ধন করেছে।
শুক্রবার বেলা ১১টায় ময়লাপোতা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, সাধারণ মানুষ বলেন ময়লাপোতা মোড়ো একটি ক্রিকেট চত্বর বানিয়ে রেখেছে চতুর্পাশে রাস্তা মাঝখানে মসজিদ, মসজিদের সামনে আছে খুলনার বাগেরহাটের ঐতিহ্য ষাট গম্বুজের প্রতিকৃতি। শুধু মসজিদ এবং ষাট গম্বুজের প্রতিকৃতি থাকলেই চলবে যেহেতু খুলনার ব্যস্ততম মোড় এখানে ক্রিকেট চত্বর না থাকলে সাধারণ মানুষের চলাচলসহ যানজট নিরসন হবে বলে মনে করেন।
খুলনা সিটি কর্পোরেশনে মেয়র না থাকায় দায়িত্ব পালন করেন খুলনা বিভাগীয় কমিশনার। তারই উদ্দেশ্যে হুঁশিয়ারি সংকেত দিয়ে খুলনা নাগরিক সমাজ বলেন অতি দ্রুত এই নতুন নকশার পরিবর্তন করে ময়লাপোতা মোড়ে সাধারণ মানুষের চলাচল ও যানজটের নিরসন করার দাবী জানান। নাগরিক সমাজের দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, মোঃ মাহবুবুর রহমান মুন্নাসহ মোঃ সরদার আবু তাহের, মোঃ দেলোয়ার হোসেন এবং বিভিন্ন সমাজসেবা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।