নাঙ্গলকোটে গত ৫ মাস ধরে গরু চুরির হিড়িক পড়েছে। একের পর এক গরু চুরি হওয়ায় কৃষকরা চোরের হাত থেকে গরু রক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন। দিনে-দপুরে ও রাতের বেলায় কখনো প্রাইভেট কারে করে আবার কখনো অটোরিক্সায় করে চোরের দল গরু নিয়ে পালিয়ে যাচ্ছে।
কিছুদিন পূর্বে এলাকাবাসী ধাওয়া করে তিন গরু চোরকে থানা পুলিশের হাতে সৌপর্দ করে। গত ৫ মাসের ব্যবধানে ৬টি স্থানে ২৭টি গরু চুরির ঘটনা ঘটেছে।
সর্বশেষ ১৫ নভেম্বর হেসাখাল ইউপির পাটোয়ার গ্রামের একদল চোর পিকআপ নিয়ে দেলোয়ার হোসেনের গরুর খামার থেকে রাতে গরু বের করার প্রস্তুতির সময়ে বাড়ির লোকজন টের পেলে চোরের দল পিকআপ নিয়ে পালিয়ে যায়।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একে ফজলুল হক বলেন, গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। গরু চোরদের আটক করার জন্য আমরা অভিযান পরিচালনা করছি।