ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

জনসচেতনা বাড়াতে রাজধানীতে হাঁটলো শত শত মানুষ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:৫৬, ২২ নভেম্বর ২০২৪

জনসচেতনা বাড়াতে রাজধানীতে হাঁটলো শত শত মানুষ

নগরজীবনে মানুষের কর্মক্ষমতা কমছে। আয়েসী মনোভাব আর কায়িক পরিশ্রমের অভাবে শারীরিক অসুস্থতাও বাড়ছে। স্থুলতাও বাড়ছে রাজধানীর ছোট-বড় বয়সী মানুষের। তাই সুস্থ থাকতে হলে নিয়মিত হাঁটার কোন বিকল্প নেই। “হাঁটুন, সুস্থ থাকুন!” এই ব্যানারে শুক্রবার সকাল ৮টায় মিরপুরে জড়ো হয়েছিল শত শত মানুষ। সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চ অব বাংলাদেশ, স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে একটি জনসচেতনা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়।


এই র‌্যালিতে প্রায় আটশতাধিক নাগরিক অংশ নেয়। জনসাধারণকে স্বাস্থ্য সচেতন করে তোলার জন্য ঢাকা সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চ অব বাংলাদেশ প্রতি বছর এই র‌্যালির আয়োজন করে থাকে। এই র‌্যালিটি মিরপুরে অবস্থিত সেভেন্থ-ডে অ্যাভেন্টিস্ট চার্চ অব বাংলাদেশ প্রাঙ্গন থেকে শুরু করে পায়ে হেঁটে ঢাকা জাতীয় উদ্যানে প্রবেশ করে এবং উদ্যানের প্রাঙ্গন ঘুরে নিজ প্রাঙ্গনে এসে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালিতে অংশ নেওয়া ওয়াটসনহ হালদার জানান, সামাজিক সচেতনতা বাড়াতেই প্রতিবছর আমাদের সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। নিয়মিত হাঁটাহাটি করলে হৃদয় যেমন ভাল থাকে তেমনি ওজন নিয়ন্ত্রণ, ডায়বেটিকস এর ঝুঁকিও কমে যায়। কিন্তু ঢাকার ফুটপাতের দুরাবস্থা, অতিমাত্রায় যন্ত্র নির্ভরতা ও আয়েশী মনোভাবের কারণে মানুষ এখন হাটতে চায় না।

এমএম

×