ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

হয়রানিমূলক মামলা করার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৭:৩৪, ২২ নভেম্বর ২০২৪

হয়রানিমূলক মামলা করার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা

সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাবেদুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়ায় টাকা পয়সার জন্য বা শত্রুতাবশত হয়রানিমূলক মামলার আসামি করার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাবেদুর রহমান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার বলেন, রাজনৈতিক হয়রানিমূলক যে মামলা হচ্ছে আমি বলেছি যে, ফৌজদারি অপরাধে জেনুইন ঘটনায় আইনের আশ্রয় নিতে পারবেন। যদি কেউ মনে করেন যে আপনার প্রতি হয়রানিমূলক মামলা হচ্ছে, চাপ সৃষ্টি করে টাকা পয়সা নেওয়ার জন্য অথবা শত্রুতামূলকভাবে এই মামলার আসামি করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে বিনীতভাবে অনুরোধ করবো সুনির্দিষ্ট তথ্য দেবেন। আমরা ইতোমধ্যে ৫/৬ জনের আবেদন পেয়েছি। তাদের সাহায্য করার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার নিয়েছি। আপনাদের আহ্বান করবো কোনদিকে যাওয়ার দরকার নেই, আমি এখানে আসছি সেবা দেওয়ার জন্য। যদি ন্যায়বিচার না দিতে পারি তাহলে চেয়ার ছেড়ে চলে যাব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার কনস্টেবল পদে ব্রাহ্মণবাড়িয়ায় একেবারে স্বচ্ছতার সঙ্গে ৮৩ জনকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে মেধায় পুরুষ ৬৮ ও নারী ১১ জন এবং মুক্তিযোদ্ধা কোটায় ৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়নাল আবেদীন, পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাসহ প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

 

 

আর কে

×