শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসা।
আনুষ্ঠানিক উদ্বোধন হলো লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসা। শুক্রবার সকালে প্যারেন্টিং প্রোগ্রাম ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর ট্রাস্টী মেম্বার আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ। প্যারেন্টিং স্পীকার ছিলেন লেখক ও গবেষক ড. আহসান হাবীব ইমরোজ।
ওহির জ্ঞানে বিশ্বোপযোগী নেতৃত্ব তৈরীর প্রত্যয়' শ্লোগান নিয়ে নতুন এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা হয় লালমোহনে। পৌর শহরের মাস্টার পাড়ায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার চেয়ারম্যান মুহা. নিজামুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. রহমাতুল্লাহ সেলিম, মো. শাহে আলম, শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার অধ্যক্ষ মাও. মো.খালেদ হোসাইন প্রমূখ। সূচনাকালে ২৭০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
আর কে