ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

নলছিটিতে শিশুদের শিক্ষা ও মেধা বিকাশে শুরু হলো এম, খান বৃত্তি পরীক্ষা

খালিদ হাসান,নিজেস্ব সংবাদদাতা নলছিটি ঝালকাঠি

প্রকাশিত: ১৬:৫৮, ২২ নভেম্বর ২০২৪

নলছিটিতে শিশুদের  শিক্ষা ও মেধা বিকাশে শুরু হলো এম, খান বৃত্তি পরীক্ষা

ঝালকাঠির নলছিটিতে শিশুদের  শিক্ষা  ও মেধা বিকাশে শিক্ষার্থীদের উৎসাহী করতে এম খান লিমিটেডের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রধান করা হবে। বৃত্তি প্রধানের লক্ষ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শুক্রবার ও শনিবার সকাল বিকালে  চার বিষয়ের উপরে নেয়া হচ্ছে পরীক্ষা। নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ে  উপজেলার ১শত ২৫টি প্রাইমারি স্কুল, মাদরাসা ও কিন্টার গার্ডেনের   ৬ শত ৩০জন শিশু শিক্ষার্থী পরীক্ষা অংশ নেয়। প্রতি বিষয়ে  শিক্ষার্থী ৬০ মার্কসের উপরে পেলেই উত্তীর্ণ হয়ে বৃত্তির সুফল পাবে । এব্যাপারে এম,খান লিমিটেডের পরিচালক রাফসান খান রাফি জানান শিশুদের মেধাবী ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যেই আমরা এই বৃত্তির আয়োজন করে থাকি ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এমন বৃত্তি প্রদানের উদ্যোগকে  সাধুবাদ জানিয়েছে  শিক্ষার্থীর অভিভাবক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।

×