ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নেত্রকোনায় দুই সাংবাদিকদের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা॥ 

প্রকাশিত: ১৬:৫২, ২২ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:০২, ২২ নভেম্বর ২০২৪

নেত্রকোনায় দুই সাংবাদিকদের ওপর হামলা

সাংবাদিকের ওপর হামলা

খালিয়াজুরী উপজেলার দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম তালুকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৯জনকে আসামি করা হয়। গ্রেপ্তার করা হয় দুইজনকে। 

মামলায় অভিযুক্তরা হচ্ছে, মোস্তফা, জুলহাস, আজিজুল, উজ্জ্বল মিয়া, আব্দুল বাতেন, হানিফ, তোফাজ্জল, সুকুমার বিশ্বাস ও সিরাজ মিয়া। এদের বাড়ি খালিয়াজুরী উপজেলা সদরের বিভিন্ন গ্রামে। অভিযুক্তদেও মধ্যে আজিজুল ইসলাম ও সিরাজ মিয়াকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে খালিয়াজুরী থানা পুলিশ। 

জানা গেছে, বুধবার রাত ন’টার দিকে দৈনিক যুগান্তরের প্রতিনিধি শফিকুল ইসলাম তালুকদার ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মহসিন মিয়াসহ কয়েকজন খালিয়াজুরী সদরের বালুচর এলাকার মোল্লা সিটি মার্কেটের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সংঘবদ্ধ দুর্বৃত্তরা রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলায় শফিকুল ইসলাম তালুকদারের মাথা ফেটে যায়। আর মহসিন মিয়া হাতে ও বুকে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বৃহস্পতিবার সকালে তাদের খালিয়াজুরী থেকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শফিকুল ইসলাম তালুকদার বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। আর মহসিন মিয়া চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। কী কারণে হামলার শিকার হয়েছেন- তা বলতে পারেননি তারা। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, হামলায় জড়ি থাকার অভিযোগে ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। এদিকে জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রতিবাদ সভা করে এ ঘটনার নিন্দা ও শাস্তি দাবি করেছেন।

 

আর কে

×