ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

দুস্তদের মধ্যে খাবার বিতরন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার শহীদ ছাত্রদল নেতা রাব্বিসহ ১০ শহীদের রুহের মাগফেরাত কামনা

নিজস্ব সংবাদদাতা , মাগুরা

প্রকাশিত: ১৬:৪২, ২২ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:৫১, ২২ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার শহীদ ছাত্রদল নেতা রাব্বিসহ ১০ শহীদের রুহের মাগফেরাত কামনা

আজ শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরার শহীদ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ ১০জন শহীদের রুহের মাগফেরাত কামনায় দুস্তদের মধ্যে খাবার বিতরন করা হয়েছে। জুম্মাার নামাজের পর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের গেটে জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা সরকারী হোসেন  শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজ শাখার পক্ষথেকে দুস্ত , অসহায় ও পঙ্গুদের খাবার বিতরন করা হয়েছে। শতাধিক দুস্তদের মাঝে খাবার বিতরন করা হয়। মাগুরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবাযক আহসান হাবিব কিশোরের সহযোগীতায় ছাত্র দল নেতৃবৃন্দ এই খাবার বিতরন করেন। এই সময় ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
 উল্লেখ্য , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরার ১০ জন শহীদ হয়েছেন । এদের সকলের বাড়ি মাগুরার বিভিন্ন এলাকায়।

×