ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

কলাপাড়ায় উচ্চ ফলনশীল জাতের ধানের নিবিড়তা বৃদ্ধিকরণ মাঠ দিবস

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:২৮, ২২ নভেম্বর ২০২৪

কলাপাড়ায় উচ্চ ফলনশীল জাতের ধানের নিবিড়তা বৃদ্ধিকরণ মাঠ দিবস

আমন মৌসুমে উচ্চফলনশীল ব্রি ধান ৫১, ৫২ ও ১০৩ জাতসমূহ চাষাবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের  পাখিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় ৩শ'  কৃষককে ১০ কেজি করে বোরো ধানের বীজ বিতরন করা হয়। অনুষ্ঠানে বরিশাল আঞ্চলিক ধান গবেষণা কার্যালয়ের পিএসও ও প্রধান ড. মুহাম্মদ আশিক ইকবাল খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এসময় কলাপড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আরাফাত হোসেনসহ ওই এলাকার কৃষকরা তাদের ক্ষেতে সেচ সমস্যা 
সমাধানে বিভিন্ন সরকারি খাল খননের দাবি জানান। ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক লবনাক্ত জমিতে চাষাবাদের জন্য নতুন নতুন ধানের জাত উদ্ভাবনসহ কৃষকদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর আগে কৃষকের ফসল কর্তনে অংশগ্রহণ করেন কর্মকর্তারা।

জাফরান

×