ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

তেলবাজ সাংবাদিকদের দৌরাত্বে অতিষ্ট পেশাদার সাংবাদিকরা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী 

প্রকাশিত: ০১:৩২, ২২ নভেম্বর ২০২৪

তেলবাজ সাংবাদিকদের দৌরাত্বে অতিষ্ট পেশাদার সাংবাদিকরা

সাংবাদিকের দৌরাত্ম

বাউফলে  আওয়ামী লীগের তেলবাজ সাংবাদিকদের  দৌরাত্বে অতিষ্ট পেশাদার সাংবাদিকরা। এসব তেলবাজ সাংবাদিকরা বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের বিপক্ষে ছিলেন। তারা তৎকালীন পুলিশ  প্রশাসনকে ব্যবহার করে আন্দোলনকারীসহ বিএনপি ও জামায়াতের নেতাদের গ্রেপ্তার ও  ঘর ছাড়া করিয়েছেন।  

এখনও তারা বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যক্তি বিশেষের কাছে গিয়ে নিউজ প্রকাশের ভয় দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ করছেন। 

আওয়ামী লীগ সরকারের সময়  শেখ হাসিনার সাবেক পিএস ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব আবদুল মালেক, পটুয়াখালীর আওয়ামী লীগের সভাপতি সুলতান মৃধার জামাতা সেনাবাহিনীর সাবেক মিডিয়া উইং বিগ্রিডিয়ার আবুল হাসনাত ও জেলা আওয়ামী লগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের সুপারিশ নিয়ে এসব তেলবাজরা  সাংবাদিক হয়েছেন । তারাই এখন প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।  

সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে দৈনিক জনকণ্ঠ, প্রথমআলো, নয়াদিগন্ত ও মানবজমিনপত্রিকাসহ ৪টি ইংরেজি ও ৪টি আঞ্চলিক পত্রিকায় সরকারী  বিজ্ঞাপন দেয়ায় এসব তেলবাজ সাংবাদিকরা ক্ষুব্ধ হন। তারা দৈনিক জনকণ্ঠ, প্রথম আলো, নয়াদিগন্ত ও মানবজমিনের সাংবাদিকসহ পেশাদার ও জাতীয় পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার শুরু করেছেন। এসব তেলবাজ সাংবাদিকরা বিগত আওয়ামী লীগ সরকারের ষোল বছরের সরকারী বিজ্ঞাপন হাতিয়ে নিয়েছেন। 

বাউফলের পেশাদার জাতীয় দৈনিকের সাংবাদিকরা এসব তেলবাজ ও ধান্দাবাজ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থাসহ তাদের আয়ের উৎস ক্ষতিয়ে দেখতে তথ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

শহিদ

×