ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

জামায়াতে ইসলামীর উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২১:০৯, ২১ নভেম্বর ২০২৪

জামায়াতে ইসলামীর উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়

ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বাজার সিন্ডিকেট ভেঙে স্থানীয় জনগণের জন্য ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল, দ্রব্যদামের লাগামহীন ঊর্ধ্বগতি ঠেকানো এবং সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর ) সকালে মহিপুর বাজারে জামায়াতে ইসলাম মহিপুর ইউনিয়ন শাখার সভাপতি তোফাজ্জল হোসেন সিপাহী'র  নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণ। 

কর্মসূচির প্রথম অংশে জামায়াত নেতারা বাজারের বিভিন্ন পণ্যের দাম পর্যালোচনা করেন এবং তা সঠিকভাবে মূল্যায়ণ করে ন্যায্য দামে পণ্য বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেক সাধারণ মানুষ তাদের অভিমত ব্যক্ত করেছেন।

ক্রেতা কামাল হোসেন বলেন,‘বাজার সিন্ডিকেটের কারণে আমরা প্রায়ই বেশি দামেই পণ্য কিনতে বাধ্য হতাম, কিন্তু আজকের এই উদ্যোগের ফলে তা কম মূল্যে পেয়েছি। এটি খুবই ভালো পদক্ষেপ।’

মহিপুর ইউনিয়ন শাখার সভাপতি তোফাজ্জল হোসেন সিপাহী বলেন, ‘আমরা চেষ্টা করছি মহিপুর ইউনিয়নের মানুষের জন্য একটি ন্যায্য বাজার ব্যবস্থা গড়ে তুলতে। আজকের কর্মসূচি তারই অংশ। জামায়াতের এই উদ্যোগ শুধু বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে না, বরং মানুষের মধ্যে ন্যায্য মূল্যের পণ্য সরবরাহ নিশ্চিত করবে।’

এম হাসান

×