ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

জামালপুরে দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

প্রকাশিত: ২০:২০, ২১ নভেম্বর ২০২৪

জামালপুরে দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‘তারুণ্যের একতাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার জামালপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহা।

এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সদস্য মুখলেছুর রহমান লিখন, মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, গৌতম সিংহ সাহা, সরস্বতী রানী রাজভর, দেওয়ানগঞ্জ উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, দুদকের উপ-সহকারী পরিচালক আতিউর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামান।

সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দুদক এবং দুপ্রক কমিউনিটির লোকজন সাথে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। ২০ বছরে দুদকের অর্জন, ব্যর্থতা এবং চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা করা হয়। দুর্নীতির ঝুঁকিপূর্ণ স্থান ও ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন ইস্যুভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন এবং দুর্নীতিবাজদের তথ্য দিয়ে দুদককে সহায়তা করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভার পর উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান দুদক পরিচালক মলয় কুমার সাহা। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

 

×