দৈনিক জনকন্ঠে সংবাদ প্রকাশের পর অফিস না করে বেতন-ভাতা নেওয়া সেই কামরুন নাহারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের কৃষ্ণদিয়া ব্লকের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন। জনকন্ঠকে তিনি জানান, স্থানীয় এক ব্যক্তির করা চেক জালিয়াতি মামলায় ৫ মাসের জেল ও তিন লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামী উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সহকারী কামরুন নাহারকে অবশেষে গ্রেফতারা করা হয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের গত জুলায়ে স্থানীয় ব্যবসায়ী খলিলুর রহমানের দায়েরকৃত চেক জালিয়াতি মাললায় কামরুন নাহারকে ৫ মাসের কারাদন্ড ও তিন লাখ টাকা অর্থ দন্ড করেন বিজ্ঞ আদালত। এর পর থেকেই আত্মগোপনে থাকা কামরুন নাহার অফিস না করেই সরকারী বেতন-ভাতা গ্রহন করে আসছিলো। এ নিয়ে গত ১৮ নভেম্বর দৈনিক জনকন্ঠে অনলাইনে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।
এমএম