ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ঘর নির্মাণ করে দিবে ক্লাব’৮৯ লিমিটেড

প্রকাশিত: ১৯:৩১, ২১ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:৩২, ২১ নভেম্বর ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ঘর নির্মাণ করে দিবে ক্লাব’৮৯ লিমিটেড

ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব’৮৯ লিমিটেড। 

বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের ১০ পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব’৮৯ লিমিটেড। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) শ্রীপুর এলাকা পরিদর্শন করে ক্লাব’৮৯ লিমিটেড- এর সদস্যরা। এসময় জানানো হয় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০টি পরিবারের বাড়ি তৈরিতে যাবতীয় ব্যয় বহন করবে ক্লাব’৮৯ লিমিটেড।

এসময় সংগঠনটির সভাপতি মাহাবুব-উল ইমাম (তমাল), মহাসচিব এ. এইচ. হাশিম আহমেদ (নিপু), যুগ্ম-মহাসচিব আসফ কবীর চৌধুরী (শত) এবং কোষাধ্যক্ষ সোহেল অমিতাভ উপস্থিত ছিলেন। 

চলতি বছরের বন্যায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়ে ফেনী জেলা। বন্যাদুর্গত এলাকায় বহু মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে।

এম হাসান

×