ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

সাবেক এমপি ব্যারিষ্টার ওমর বীর উত্তমকে কারাগারে প্রেরণ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥

প্রকাশিত: ১৭:৫৪, ২১ নভেম্বর ২০২৪

সাবেক এমপি ব্যারিষ্টার ওমর বীর উত্তমকে কারাগারে প্রেরণ

ঝালকাঠির আদালত থেকে শাহজাহান ওমরকে জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছে

বৃহস্পতিবার সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম এলাকায় আসার পথে রাজাপুরের পিংড়ি এলাকায় বিএনপি নেতাকর্মীরা তার গাড়ী ভাংচুর করে এবং শাহজাহান ওমরকে লাঞ্চিত করে। সেখান থেকে তিনি রাজাপুর থানায় অভিযোগ দিতে গেলে কাঠালিয়া থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাতে কাঠালিয়া ও রাজাপুরে নির্বাচনী এলাকায় বিএনপি শাহজাহান ওমরের বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ করেন এবং রাতে তার রাজাপুরে তার বাড়ি ঘর ভাংচুর করা হয়। আদালতে ব্যারিষ্টার শাহজাহান ওমর হাজির করা পথে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা ডিম ও জুতা ছোড়ে এবং আদালত চত্বরে বিক্ষোভ করেন।

ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তমকে আদালত জেল হাজতে প্রেরণ করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় আদালতে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক আফরোজা বিনতে শহিদ তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল মহিতুল ইসলাম জানান, তার বিরুদ্ধে কাঠালিয়া উপজেলায় ২০২৩ সালের ৪ ডিসেম্বর বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় ২০২৪ সালের ২০ নভেম্বর রাতে কাঠালিয়া থানা একটি মামলা দায়ের হয়।
ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম বিগত জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পর্যন্ত বিএনপির শীর্ষ নেতা ছিলেন্। জাতীয় সংসদে বিএনপি অংশগ্রহণ না করায় দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে তিনি আ’লীগে যোগদান করে ঝালকাঠি-১ আসনের মনোনয়ন পান এবং নির্বাচনে  জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। আকর্ষিক এই দল পরিবর্তনের ঘটনায় বিএনপি নেতাকর্মীরা তার উপর সংক্ষুব্ধ হন।

×