মাদক বিরোধী যৌথ অভিযানে ১৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ আটক স্বামী-স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে স্বামী-স্ত্রীকে ১৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ এ অভিযানে বোয়ালমারি গ্রামের তারেক আজিজ (৩৫) ও তার স্ত্রী সজনী খাতুনকে (৩৫) আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সদর উপজেলার বোয়ালমারি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই গ্রামের অভিযুক্ত তারেক আজিজের বাড়িতে অভিযান চালিয়ে তারেকসহ তার স্ত্রীকে আটক করা হয়। আটকের পর তাদের হেফাজতে থাকা ১৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন যাবত মাদক কেনা-বেচা করছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী একটি টিম উপস্থিত ছিলেন।
আটককৃত আসামিদের বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
তাবিব