নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের পাচটি ও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় প্রকাশিত হয়েছে।
গত ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চের দেয়া রায় প্রকাশের বিষয়টি বৃহস্পতিবার জানান ড. ইউনূসের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।
মামলা বাতিলের রায়ের বিষয়ে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান বলেন, গ্রামীণ কমিউনিকেশনের চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানার বিরুদ্ধে গ্রামীণ কমিউনিকেশনের একজন কর্মচারী ২০১৯ সালে মামলা করেন, যাতে অবৈধভাবে চাকরিচ্যুতির অভিযোগ আনা হয়। এ ধরনের মামলা মোট পাঁচটি হয়। পাঁচটিই বাতিল করেন হাইকোর্ট।
মানহানির মামলার বিষয়ে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বলেন, ২০১১ সালে জাসদের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য নজরুল ইসলাম চুন্নু ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। ২০০৭ সালে এএফপিকে সাক্ষাৎকার দেওয়ার সময় ড. মুহাম্মদ ইউনূস ‘বাংলাদেশের রাজনীতিবিদরা টাকার জন্য রাজনীতি করেন, জনস্বার্থে করেন না’—এমন কথা বলেন বলে মামলায় অভিযোগ করা হয়।মামলাগুলো বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট রুল জারি করেছিলেন। গত ২৪ অক্টোবর সে রুল যথাযথ ঘোষণা করে মামলাগুলো বাতিল করে দেন হাইকোর্ট। সে রায় প্রকাশিত হয়েছে।’
জাফরান