সকাল সাড়ে ৯টায় মহাখালীতে দিকে রিকশাচালকরা সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েকশ রিকশাচালক রেলপথ অবরোধ করেন। রেললাইন অবরোধ করায় আজ সকাল পৌনে ১০টা থেকে দেশের অধিকাংশ অংশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। ফলে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১২টায় জনকন্ঠ কে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।তিনি বলেন, অটোরিকশা চালকরা রেলপথ অবরোধ করায় নিরাপত্তার স্বার্থে ট্রেন বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির এ তথ্য জানান।রেলওয়ের একাধিক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কমলাপুর থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।
জাফরান