নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় কয়েক দুর্বৃত্তের অতর্কিত হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। বুধবার রাত ন’টার দিকে উপজেলা সদরের বালুচর এলাকার মোল্লা সিটি মার্কেটে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় থানা পুলিশ আজিজুল নামে এক যুবককে আটক করেছে।
আহত সাংবাদিকরা হলেন: দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম তালুকদার ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মহসিন মিয়া। দুজনকেই খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহত সাংবাদিকরা জানান, বুধবার রাত ন’টার দিকে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বালুচর এলাকার মোল্লা সিটি মার্কেটের একটি চায়ের দোকানে বসে কয়েকজনের সঙ্গে গল্পগুজব করছিলেন। এ সময় কয়েক দৃর্বৃত্ত রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলায় শফিকুল ইসলাম তালুকদারের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শফিকুল ইসলাম তালুকদারের মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আহত সাংবাদিকরা জানান, হামলাকারীদের মধ্যে আজিজুল ও মোস্তফা নামের দুজনকে তারা চিনতে পেরেছেন। আজিজুলের বাড়ি সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। আর মোস্তফার বাড়ি উপজেলা সদরে। তবে কী কারণে তারা হামলা করেছে- তা বলতে পারেননি আহতরা।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, আমরা হামলার ঘটনাটি শুনেছি। প্রাথমিকভাবে আজিজুল নামের একজনকে আটক করা হয়েছে। তাছাড়া আহত সাংবাদিকদের অভিযোগ দিতে বলা হয়েছে। তাদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারাও তাদের খোঁজ নিয়েছেন।
খালিয়াজুরী উপজেলার দুই সিনিয়র সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। #
জাফরান