ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,নিহত ৪ আহত ২০

নিজস্ব সংবাদদাতা,ধামরাই,ঢাকা।।

প্রকাশিত: ০৯:৫০, ২১ নভেম্বর ২০২৪

শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,নিহত ৪ আহত ২০

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন শ্রমিক।

বুধবার (২০ নভেম্বর) রাত ১০ টার দিকে ধামরাইয়ের কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইলের একটি শ্রমিকবাহী বাস খাগুর্তা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন নারী ও একজন পুরুষ শ্রমিক নিহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন।
নিহতরা হলেন জাহাঙ্গীর(২৮),নিপা (২৫),জিয়াসমিন ও খাদিজা। তারা সকলই গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিক।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে খাগুর্তা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছে বলে নিশ্চিত হয়েছি।

জাফরান

×