নির্বাচনী প্রতিপক্ষ ও আওয়ামী লীগ নামধারী কিছু সন্ত্রাসীর মিথ্যা মামলায় জড়িত করার ও তুলে নিয়ে যাওয়ার হুমকিতে দিশেহারা হয়ে পড়েছে উখিয়ার বালুখালী জুমেরছড়া গ্রামের ব্যবসায়ী ফরিদুল আলমের পরিবার। কয়েকদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
জানা যায়, বালুখালী জুমেরছড়া গ্রামের দোকানি ফরিদুল আলমের সহোদর নুরুল আলম সওদাগর গত ইউপি নির্বাচনে পালংখালী ১নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন। এরপর থেকে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকা- করতে না পেরে কিছু সন্ত্রাসী তাদের পিছু লাগে।
মিথ্যা তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মাধ্যমে বারবার বসতগৃহে তল্লাশি চালানো হলেও কোনো সময় অবৈধ পণ্য পাওয়া যায়নি ফরিদের বসতবাড়িতে। তারপরও তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। বুধবার দুপুরে শহরের কলাতলীর একটি হোটেলের হল রুমে সংবাদ সম্মেলন আহ্বান করে এই অভিযোগ করেন তিনি।
ব্যবসায়ী ফরিদ বলেন, আমি সৎভাবে জীবিকা নির্বাহ করি, কিন্তু গত ২০২১ সালে নির্বাচনে আমার বড় ভাই নুরুল আলম মেম্বার পদে নির্বাচিত হয়। নির্বাচনকালে মোহাম্মদ হোছাইন ছোটন, নুরুল আজাদ আশিক, আলমগীর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সহযোগী ছিলেন।
এরই ধারাবাহিকতায় পূর্বের আক্রোশে গত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীকে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হয়রানি করে আসছে।