ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

জুলাই অভ্যুত্থানে নিহতদের নামে হচ্ছে সড়ক ও লাইব্রেরি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ১৮:৫৬, ২০ নভেম্বর ২০২৪

জুলাই অভ্যুত্থানে নিহতদের নামে হচ্ছে সড়ক ও লাইব্রেরি

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পাঁচজনের নামে জেলার উপজলোয় ৫টি লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার ছাড়াও নিহত সাগরের গ্রামের সড়কটিও পাকা করে সাগর নামে নামকরণ করার উদ্যোগও নেওয়া হয়েছে

জেলা প্রশাসনরে উদ্যোগে এসব প্রকল্প হাতে  নেয়া হয়েছে বলে জেলা প্রশাসক মো. সাবেত আলী জনকণ্ঠকে জানিয়েছেন

তিনি জানান গত আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন সদর উপজলোর চাকলাহাট ইউনিয়নের কীর্ত্তনীয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সাগর রহমান সাগরের গ্রামের বাড়ির সড়কটি পাকাকরণের দাবি এলাকাবাসীর তাই এলাকাবাসী পরিবারের অনুরোধে এই সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড় জেলায় জন নিহত হন

তারা হলেন সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীর্ত্তনীয়া গ্রামের সাগর রহমানবোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের নতুনবস্তি  গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু ছায়েদসাঁকোয়া ইউনিয়নের আমনী নগর গ্রামের হামিদ আলীর ছেলে সুমন ইসলাম, দেবীগঞ্জ উপজেলা সদরের মলোপাড়া গ্রামের আজাহারের ছেলে শাহাবুল ইসলাম এবং একই উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের টোকরাভাসা গ্রামের আজাহার আলীর ছেলে সাজু ইসলাম এই জনের নামে জেলা প্রশাসনের উদ্যোগে উন্মুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে আপাতত, প্রত্যেক লাইব্রেরির জন্য লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে

জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রত্যেক পরিবারের সদস্যের হাতে নগদ অর্থ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে

×